বঙ্গবন্ধু কন্যার নেতৃ‌ত্বে বিশ্ব দরবা‌রে বাংলা‌দেশের মাথা উঁচু হয়েছে : টিপু সুলতান

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মুক্তিযুদ্ধের চেতনায় সুখী-সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ের মধ্য দিয়ে সারাদেশের মতো নারায়ণগ‌ঞ্জেও উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।

 

একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থে‌কেই চাষাড়ায় বিজয় স্ত‌ম্ভের সাম‌নে এসে সমবেত হন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ। যথাযথ মর্যাদা ও শ্রদ্ধা‌চি‌ত্তে জা‌তির বীর সৈ‌নিক‌দের স্মরণ ক‌রে ১৬ ডি‌সেম্বর (সোমবার) দিবসটি পালন করা হয়।

 

এ‌দি‌কে দিবসটি উপলক্ষে সোমবার সন্ধায় ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় ক্রীড়া প্র‌তি‌যোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের অা‌য়োজন ক‌রে‌ছে অত্র এলাকার যুব সমাজ। পূর্ব লামাপাড়া বন্ধু মহ‌লের উ‌দ্যো‌গে এবং অ‌লি‌ম্পিয়াস হাই স্কু‌লের অা‌য়োজ‌নে অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন নারায়নগঞ্জ জেলা ছাত্রলী‌গের সহ সভাপ‌তি টিপু সুলতান।

 

অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে টিপু সুলতান ব‌লেন, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের গৌরবজনক ঘটনা বা অধ্যায় হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ। ৩০ লাখ শহীদের বুকের তাজা রক্ত, লাখ লাখ মা-বোনের সম্ভ্রমহানি এবং সীমাহীন আত্মত্যাগের বিনিময়ে একাত্তরের ৯ মাস যুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জিত হয়। ২৩ বছরের আন্দোলন-সংগ্রাম এবং ৯ মাসের সশস্ত্র যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেই বিজয় ছিনিয়ে আনা হয়েছে ১৬ ডিসেম্বর। বাংলার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 

বর্তমা‌নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সফল নেতৃত্বের কারণে বাংলা‌দেশ অাজ বি‌শ্বে অনেক অগ্রসর উ‌ল্লেখ ক‌রে টিপু সুলতান অা‌রো ব‌লেন- জা‌তির জন‌কের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আর বর্তমা‌নে তারই সু‌যোগ্য কন্যা ডি‌জি‌টেল বাংলা‌দে‌শের রূপকার জন‌নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অামা‌দের এই স্বাধীন দেশ‌কে এগিয়ে নি‌য়ে যাচ্ছেন। তাঁর সফল নেতৃত্বের কারণে আমরা পাকিস্তান থেকে অনেক অগ্রসর। আমরা অর্থনীতি ও মানব উন্নয়নের সকল সূচকে বি‌শ্বের অ‌নেক দেশ থেকে এগিয়ে আছি। এই অগ্রসরতার মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে।

অ‌লি‌ম্পিয়াস হাই স্কু‌লের প্র‌তিষ্ঠাতা প‌রিচালক মোঃ আজমত আলীর সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে অ‌তি‌থি হি‌সে‌বে আরো উপ‌স্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল ইসলাম সুজন, জেলা ছাত্রলীগ নেতা ফারুক প্রধান, নারায়নগঞ্জ জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ ইমন।

 

পু‌রো অনুষ্ঠান‌টির সঞ্চালনায় ছি‌লেন অ‌লি‌ম্পিয়াস হাই স্কু‌লের শিক্ষক র‌ফিক হাওলাদার।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com