ফতুল্লায় রিক্সাচালক খুন

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় তুচ্ছ ঘটনায় তর্কে জড়িয়ে সুরুজউদ্দিন ওরফে সুরুজ মিয়া (৪৭) নামের এক রিক্সাচালককে ইট দিয়ে আঘাত করে খুন করেছে অপর রিক্সাচালক গণি মিয়া (৫৭)। ঘটনার পরে গণি মিয়া পালিয়ে যাবার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। সোমবার গণি মিয়া গ্রামের বাড়ি ময়মনসিংহ থেকে ফতুল্লায় আসে। অন্যদিকে সুরুজ মিয়াকে বাচাতে গিয়ে গণির ইটের আঘাতে রিয়াজউদ্দিন নামের অপর এক রিক্সাচালকও গুরুতর আহত হন।

 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে ফতুল্লা কাশীপুর খিলমার্কেট এলাকায় সেলিম মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুরুজ মিয়া ময়মনসিংহ জেলার ত্রিশালের কোনাবাড়ি এলাকার কেরামত আলী ছেলে। এবং গণি মিয়া একই জেলার ফুলপুরের কাইজাকান্দার ইব্রাহিম মিয়ার ছেলে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, খিলমার্কেট এলাকায় সেলিম মিয়ার বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে ৫ জন রিক্সাচালক এক সাথে বসবাস করতো। গভীর রাতে রিক্সা চালিয়ে বাসায় ফিরেন সুরুজ মিয়া। এসে দেখেন তার ঘুমানোর স্থানে আব্দুল গনি মিয়া ঘুমিয়ে আছে। তখন গনি মিয়াকে ডেকে উঠায় সুরুজ মিয়া। এরপর এনিয়ে দুজন তর্কে জড়িয়ে পড়ে গনি মিয়া ইট দিয়ে সুরুজ মিয়ার মাথায় আঘাত করে। এতে সুরুজ মাটিতে লুটে পড়লে ঘরে থাকা অন্যরা তাকে প্রথমে শহরের ১০০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজ মিয়াকে মৃত ঘোষণা করেন।

 

তবে ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গনি মিয়া জানিয়েছে বিড়ির মধ্যে ভরে সুরুজ মিয়া তাকে কি যেনো খাইয়েছে এতে তার স্মৃতি শক্তি হারিয়ে ফেলে। তখন কি হয়েছে তা সে জানে না।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com