সিঙ্গাপুর আ’লীগের বিজয় দিবস উদযাপন
শাহাদাত রাসেল চৌধুরী, প্রেসবাংলা২৪.কম: সিঙ্গাপুর আওয়ামীলীগ বিজয় দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন করেন এবং একটি সেখানকার অভিজাত হলরুমে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন।
সোমাবার (১৬ডিসেম্বর) সিঙ্গাপুরে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিঙ্গাপুর আওয়ামীলীগের নেতারা এবং সহযোগী সংগঠনের নেতারা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু ও সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া সকলে সম্মিলিত ভাবে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করে।
সিঙ্গাপুর আওয়ামীলীগের সভাপতি আলেক হোসেনের সভাপতিত্বে দপ্তর সম্পাদক ঈমাম ব্যাপারির পরিচালনায় বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিঙ্গাপুর আওয়ামীলীগের নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ি এম এ আলম, প্রধান আলোচক সিঙ্গাপুর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন সিঙ্গাপুর আওয়ামীলীগের সহ সভাপতি ইন্জিনিয়ার আব্দুল মালেক হীরা, সিঙ্গাপুর যুবলীগের সভাপতি কে এইচ আলামিন, সিঙ্গাপুর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, সিঙ্গাপুর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম, জাতীয় শ্রমিকলীগ সিঙ্গাপুর শাখার সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক উজ্জ্বল, সিঙ্গাপুর ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক জেপি তালাশ আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিঙ্গাপুর শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত রাসেল চৌধুরী, সাধারন সম্পাদক মিরাজ উদ্দিন, মুক্তিযুদ্ধ মঞ্চ সিঙ্গাপুর শাখার সভাপতি সরকার আল-আমিন।
বিজয় দিবসের এই অনুষ্ঠানে বক্তারা বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করে সকল শহীদের । তারা বলেন, জীবন বাজী রেখে যারা মুক্তিযুদ্ধ করেছে সে সকল বীর সৈনিক তাদের সম্মান দিতে হবে এবং সকল প্রবাসীদের প্রতি অনুরোধ করেন যেন সকল প্রবাসীরা নিজ এলাকায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করেন।