শিক্ষার্থীদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে হবে: সাইফুল্লাহ বাদল

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মহান বিজয় দিবসে ফতুল্লার কাশীপুর বাংলাবাজার হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে  নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছে স্কুলের ম্যানেজিং কমিটি।
সোববার (১৬ ডিসেম্বর) সকাল হতে বিকেল পর্যন্ত স্কুল মাঠে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্কুলের ম্যানেজিং কমিটি।
সকালে হাজী উজির আলী স্কুলের বিজয়স্তম্ভে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এম সাইফউল্লাহ বাদলের নেতৃত্বে  কমিটির অন্যান্ন সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
স্কুলের মাঠে আয়োজিত মহান বিজয় দিবসে আলোচনা সভা ছাড়া ও দেশের গান, নৃত্য সহ স্কুলের শিক্ষার্থীরা অনুষ্ঠানের অতিথিদের সামনে মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রাম্যচিত্র প্রদর্শন করেন। এছাড়াও স্কুলের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধাদের নিয়ে  যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাখায় অনুষ্ঠানের প্রধান অতিথি এম সাইফউল্লাহ বাদল তাদেরকে পুরস্কৃত করেছেন।
এসময় সাইফউল্লাহ বাদল বলেন, জাতির জনক বঙ্গবঙ্গুর জন্ম না হলে আমরা লাল সবুজের পতাকা পেতাম না। পেতাম না স্বাধীন বাংলাদেশ।  ৩০ লাখ শহীদদের রক্তের বিনিময়ে এবং ২লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আজ আমরা স্বাধীনতার স্বাদ গ্রহণ করছি কিন্তু পাকিস্তানি দোসররা এখনো চক্রান্ত করে যাচ্ছে । আমাদের সে ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং শিক্ষার্থীদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী, হাজী উজির আলী স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য এমএ সাত্তার, আশরাফুল আলম, আবুল কালাম, সরদার সালাউদ্দিন, বিশ্বাস লুৎফর রহমান, স্কুলের প্রধান শিক্ষক হুমায়ন কবির রতন, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, বশির আলম ফাতু, আব্দুর রশিদ, নাসির উদ্দিন, নুরুল আমিন, মামুন, কবির হোসেন, রেজাউল করিম আঙ্কেল, আতাউর রহমান আতা, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, যুগ্ম সম্পাদক এমদাদুল হক খোকা, মো: সেলিম মিয়া, শরীফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com