আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত
আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার দিবসের শুরুতে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসটিকে স্বাগত জানানো হয়। সুর্য উদয়ের সাথে সাথে সরকারী,বেসরকারী,আধাসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সোমবার (১৬ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু,উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার,উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাগণ, আড়াইহাজার পৌরসভার পক্ষে মেয়র সুন্দর আলী,সরকারী সফর আলী কলেজ ও আড়াইহাজার প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের পক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ মঞ্জুর ষ্টেডিয়ামে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ, আনসার, বিভিন্ন সরকারী, বেসরকারী কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়সহ অর্ধশতাধিক প্রতিষ্ঠান অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ করেন, নারায়ণগঞ্জ-২আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন ও আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ নজরুল
ইসলাম।
পরে শহীদ মঞ্জুর ষ্টেডিয়ামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং সুখি,সমৃদ্ধ,ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠন ও স্বাধীনতা বিরোধীদের প্রতিহত ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকারের মধ্যে দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, বিশিষ্ট্য চিকিৎসক ডাঃ সায়মা ইসলাম ইভা, জেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক সুন্দর আলী ,নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, মুক্তিযোদ্ধা কাজী ওয়াজউদ্দিন, সফর আলী মিয়া, গোপালদী পৌর মেয়র এম এ হালিম সিকদার, ইউপি চেয়ারম্যান আলী হোসেন ভুইয়া, আবু তালেব মোল্লা, আরিফুল ইসলাম, মানউল্লাহ আমান, শাহিদা মোশারফ, নাজিমউদ্দিন মোল্লা, সিরাজুল ইসলাম ভুইয়া, মোঃ লাক মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুল কবির উজ্জ্বল,সাধারন সম্পাদক রেজাউল করিম ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন অর রশিদ,সাধারন সম্পাদক আসলাম পাঠান প্রমুখ।
নতুন প্রজন্মকে বিজয় দিবসের গৌরব উজ্জ্বল স্মৃতি মনে করিয়ে দেওয়ার লক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য একাদশের মধ্যে প্রীতিফুটবল প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও উপজেলার প্রতিটি ভবনে ও রাস্তায়
আলোকসজ্জা প্রদর্শনী করা হয়।