ভিওআইপির মামলায় সেই সুমন জেলে
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ভয়েস ওভার ইন্টারনেট প্রটৌকল (ভিওআইপি) মামলায় নগরীর লুৎফা টাওয়ারের মালিকের ছেলে লুৎফর রহমান সুমনের জামিন নামঞ্জুর করেছে আদালত।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে আসামীকে উপস্থিত করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করেন। সুমন নগরী লুৎফা টাওয়ারের মালিক আবদুর রউফের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
গত ১৪ ডিসেম্বর বিকেলে লুৎফা টাওয়ারের পাশের গলি থেকে সদর মডেল থানা পুলিশ সুমনকে আটক করে। পরবর্তীতে জানা যায়, তার বিরুদ্ধে ওয়ারেন্ট (গ্রেপ্তারী পরোয়ানা) রয়েছে। অবৈধ ভিওআইপির ব্যবসার অভিযোগে ২০০৭ সালে বাংলাদেশ টেলি যোগাযোগ আইন ২০০১ এর ৩৫-এর ‘ক’ সহ ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ১৫-এর ২ ধারায় মামলার ওয়ারেন্ট রয়েছে যার নং ৮৫/০৬।