না’গঞ্জে বিএনপির সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ।
রোববার (১৫ ডিসেম্বর) নগরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় জড়ো হয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এতে বিএনপির বিক্ষোভ সমাবেশ পন্ড হয়ে যায়।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ- সভাপতি মনিরুল ইসলাম রবি, সহ-সাধারণ সম্পাদক এম এ আকবর, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি। মহানগর বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান প্রমুখ।