লুৎফা টাওয়ারের মালিকপুত্র লুৎফর গ্রেফতার

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নগরীর লুৎফা টাওয়ারের মালিক আবদুর রউফের ছেলে লুৎফর রহমান সুমনকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে নগরীর লুৎফা টাওয়ারের পাশের গলি থেকে এস আই শাহাদাৎ তাকে আটক করেন।

 

শাহাদাৎ জানান, ২০০৭ সালের ২৭ আগস্টের একটি বিশেষ ট্রাইবুনাল ৮৫/৯ ধারায় বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১ ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১৫ (২) মামলায় গ্রেপ্তার করা হয়।

 

এস আই শাহাদাৎ বলেন, লুৎফর রহমান সুমনের ওয়ারেন্ট থাকায় তাকে আটক করা হয়।

 

এদিকে তাকে ছাড়ানোর জন্য সুমনের স্ত্রী জিয়াসমিন খন্দকার হ্যাপী ও তার মা লুৎফা বেগম উপর মহলে তৎপরতা চালান। একই সাথে সুমনের লোকজন থানা ঘেরাও করার পায়তারা করেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com