বক্তাবলীতে আব্দুল মজিদ প্রান্তিক এর জন্মদিন পালন

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার থানার বক্তাবলীতে সামাজিক সংগঠন এবি ফ্রেন্ডস এস্যোসিয়েশন’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল মজিদ প্রান্তিক এর জন্মদিন উপলক্ষ্যে এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা কর্মীরা ও তার শুভাকাঙ্খিরা কেক কেটে জন্ম দিন পালন করেন।

শুক্রবার (১৩ডিসেম্বর) রাতে বক্তাবলীর কানাইনগর গ্রামে কেক কাটার মাধ্যেমে প্রান্তিকের জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা তাকে শুভেচ্ছা জানান ।

এতে উপস্থিত ছিলেন, এবি ফ্রেন্ডস এস্যোসিয়েশন’র সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম সুমন, কানাইনগর যুব ও সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আঃ রহিম, সাধারণ সম্পাদক মোঃ বাদশা মিয়া, কানাইনগর যুব ও সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি মোঃ শাহাদাত হোসেন, আলোকিত বক্তাবলীর সাংগঠনিক সম্পাদক ও এবি ফেন্ডস্ এস্যোসিয়েশনের শিক্ষা বিষয়ক সম্পাদক বাদল হোসেন ববি, বক্তাবলী ওয়েলফের ট্রাস্ট এর ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আতাউর রহমান, দুদুল আহম্মেদ, অগ্রযাত্রা সামাজিক সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও এস এইচ মামুন হোসেন এলন, আলোকিত বক্তাবলীর সদস্য মোঃ রিপন গাজী, এবি ফেন্ডস এস্যোসিয়েশনের সদস্য মাসুদ রাজ, সোহান আহম্মেদ, কানাই নগর যুব ও সমাজ কল্যাণ পরিষদের সদস্য মোঃ জামিল চৌধুরী, মোঃ ইমরান, আমিনুল আহম্মেদ রেদওয়ান, রিয়াদ হোসেন, সিয়াম হোসেন, শান্ত, রনি গাজী, মোঃ ইউনুছ, সিদ্দিক, সাকিব, শাকিল, মেরাজ, সিফাত হাসান সহ প্রমুখ ।

উল্লেখ্য, আব্দুল মজিদ প্রান্তিক বর্তমানে সাউথ আফ্রিাকায় প্রবাসী হিসেবে বাস করছেন। তিনি নারায়ণগঞ্জ জেলা জিসাসের বর্তমান সভাপতিও।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com