ফতুল্লার বক্তাবলী বাজারে আগুন : ক্ষয়ক্ষতি প্রায় ১০ লাখ
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার বক্তাবলীতে বৈদ্যুতিক সর্টশার্কিট থেকে আগুন লেগে হোসেন ফার্মেসী পুড়ে ছাই।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ১১:৩০ মিনিটে বৈদ্যুতিক সর্টশার্কিট থেকে ফতুল্লার বক্তাবলী বাজারে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। তবে এতে কোন হতাহত হয়নি ।
স্থানীয় সূত্রে জানাযায়, বক্তাবলী বাজারের হোসেন ফার্মেসীতে বৈদ্যুতিক সর্টশার্কিট থেকে আগুনের উৎপত্তি। এলাকাবাসীর সহযোগীতায় আগুন এখন নিয়ন্ত্রণে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। যে দোকানটিতে আগুন লেগেছে তার মালিক সাইদুর রহমান ভুট্টু। তিনি বক্তাবলী ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আতাউর রহমানের ছোট ভাই। তার বাড়ি বক্তাবলী গোপাল নগর।
ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ১০ লক্ষ টাকার উপরে হতে পারে।