ইস্ট লন্ডনে না’গঞ্জ জেলা জিসাসের সভাপতি আঃ মজিদ প্রান্তিকের জন্মদিন পালন

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশন ইর্স্টনকেপ প্রভিন্স শাখার আয়োজনে নারায়ণগঞ্জ জেলা জিসাসের সভাপতি আব্দুল মজিদ প্রান্তিকের এর জন্মদিন পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ডিসেম্বর) রাত ৮ টায় ইস্টলন্ডন টেষ্টি ফুড হোটেলে কেক কাটার মধ্যে দিয়ে আব্দুল মজিদের প্রান্তিকের জন্মদিন পালিত হয়। অনুষ্ঠানে অতিথিরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

 

ইর্স্টনকেপ প্রভিন্স শাখার আহবায়ক আব্দুল মজিদ প্রান্তিকের জন্মদিনে যুগ্ন আহবায়ক সালেহ আহমেদ হীরন এর সভাপতিত্বে এবং ফরহাদ পাটোয়ারী মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম পাবেল, জিয়াউর করিম সোহেল, জাকীর হোসেন ভূঁইয়া, লিটু হক লিটন, মোঃ আব্দুল খালেক, মোঃ জোবায়ের, দেলোয়ার হোসেন, মোঃ আরিফ, এইচ এম হালিম মোল্লা, মাসুদ রান, মোঃ লিটন, মোঃ মামুন, বেলাল হোসেন মামুন, মোঃ আলী ও মুন্না সহ প্রমূখ ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com