সাইফউল্লাহ বাদলকে নিপু-মোহসীন-শরীফের ফুলেল শুভেচ্ছা

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি হিসাবে পূনরায় নির্বাচিত হওয়ায় আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপুর নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এসময় রাজনৈতিক ও পেশাজীবির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

বুধবার (১১ ডিসেম্বর) রাতে কাশিপুর খিলমার্কেটস্থ চেয়ারম্যানের বাড়িতে এম সাইফউল্লাহ বাদলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মুহাম্মাদ মহসিন মিয়া, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক, সাধারণ সম্পাদক এমএ মান্নান, জেলা যুবলীগ নেতা মামুন আহম্মেদ ইমন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মোরশেদ আলম আখি, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা সানোয়ার হোসেন জুয়েল প্রমুখ।

 

প্রসঙ্গত গত ৭ ডিসেম্বর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে (নম পার্ক) ফতুল্লা থানা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সকল কাউন্সিলরদের সম্মতিক্রমে আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলকে সভাপতি ও আলহাজ্ব এম শওকত আলীকে সাধারণ সম্পাদক হিসাবে পূনরায় নির্বাচিত করা হয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com