র্যাবের হাতে আটক ভুয়া ডাক্তার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এমবিবিএস ডাক্তার পরিচয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন এমএম ফরিদ নামে এক ভূয়া ডাক্তার।
বুধবার (১১ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১১র একটি দল। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ক্লিনিকে এবং সিদ্ধিরগঞ্জে তার বাড়ির সামনে চেম্বার বসিয়ে নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।
এ বিষয়ে অভিযানের নেতৃত্ব দেওয়া র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদদীন জানান, গ্রেফতারকৃত এম এম ফরিদ আহমেদ দীর্ঘদিন যাবত নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন ক্লিনিক ও তার ব্যাক্তিগত ফার্মেসিতে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা। সে প্রতারনার কথা র্যাবের নিকট স্বীকার করেছে। এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হবে।
এলাকাবাসী জানায়, ভূয়া এমবিবিএস এমএম ফরিদ আহমেদ নিজেকে সেনাবাহিনীর (অবসরপ্রাপ্ত কর্মকর্তা) ডাক্তার পরিচয় দিয়ে এলাকায় রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। খোঁজ নিয়ে জানা যায় সে সেনাবাহিনীর ই ম ই (ইলেকট্রিক্যাল মেকানিক ইঞ্জিনিয়ার কোর) ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। বিগত ৫ থেকে ৭ বছর আগে সে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেছিলেন বলে জানা যায়।