জেলায় শ্রেষ্ঠ ইউএনও নাহিদা বারিক
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: অবশেষে কাজের স্বীকৃতি মিলল নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের। জেলার পাঁচটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে তার কর্মদক্ষতা নিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালনের জন্য এই স্বীকৃতি পেলেন । শিক্ষাখাতে বিভিন্ন অবদান রেখে এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটি নাহিদা বারিককে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত করেন। বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন এবং সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল।
চলতি বছরের ২৮ মার্চ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নাহিদা বারিক। এর আগে বন্দর ও পরে ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তখনও তিনি তার কাজে দক্ষতার পরিচয় দিয়েছিলেন ।
প্রতিক্রিয়ায় সদর ইউএনও নাহিদা বারিক বলেন, যেকোন প্রাপ্তিই আনন্দের। তবে স্বীকৃতি কাজের দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। চেষ্টা থাকবে আরো ভালোভাবে দায়িত্ব পালন করার । প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আগামীতেও কাজ করে যাবো।