কাশীপুরে মাদক ব্যবসায়ী মনিরের গডফাদার সন্ত্রাসী শাহীন অধরা!

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার কাশীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার হওয়া চিহিৃত মাদক ব্যবসায়ী মনির ওরফে ড্রাইভার মনিরের গডফাদার যুবলীগের বহিস্কৃত সন্ত্রাসী শাহীন আলম ফেঁসে যেতে পারেন। মনির গ্রেফতারের পরে চতুর শাহীন নিজেকে আড়াল করতে নানা কৌশল অবলম্বন করে চলেছে। মঙ্গলবার রাতে মাদক ব্যবসায়ী মনিরকে ফতুল্লা থানা পুলিশ গ্রেফতার করলে শাহীন মোটা অঙ্কের টাকা নিয়ে তাকে ছাড়াতে তদবীর শুরু করে। পরে ব্যর্থ হয়ে শাহীন কৌশলে পাশ কেটে যায়।

 

এদিকে বৃহস্পতিবার মনিরকে ৩দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ। রিমাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, মাদকের ব্যাপারে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। রিমাণ্ডে জিজ্ঞাসাবাদে কাশীপুরে মাদক ব্যবসার প্রকৃত হোতাকে খুঁজে বের করা সম্ভব হবে।

 

স্থানীয়দের দাবি, মনির ওরফে ড্রাইভার মনির শাহীন আলমের ঘনিষ্ট সহযোগী। মনির ও অন্যদের দিয়ে সে কাশীপুর শান্তিনগর ভোলাইল ও আশপাশ এলাকায় মাদকের বিশাল সিন্ডিকেট গড়ে তোলে। এ কাজে তার ছোটভাই পারভেজও জড়িত। বিপুল পরিমাণ মাদক সহ পারভেজ কয়েকদিন আগে গ্রেফতার হয়। বুধবার সে জামিনে বের হয়ে আসে।

 

স্থানীয়রা জানায়, মাত্র কয়েক বছর আগে শাহীন আলম দিনমজুর হিসেবে জীবনযাপন করলেও রাতারাতি অঢেল সম্পদের মালিক বনে গেছেন। তাদের দাবি, শুধুমাত্র মাদক ব্যবসার মাধ্যমেই শাহীন মাসে কয়েক লাখ টাকা আয় করে। শাহীনের বিলাশী জীবনযাপন দেখে অনেকেই রীতিমত হতবাক।

 

এদিকে মনির গ্রেফতারের পরে শাহীন বোল পাল্টালেও স্থানীয়রা জানায় মনির শাহীনের ঘনিষ্টজন এটা এলাকার সবাই জানে। একসাথে সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে দু’জনের আড্ডা। তাদের ঘনিষ্টতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়েছে।

 

এ বিষয়ে কথা বলার জন্য শাহীন আলমের মোবাইলে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

 

প্রসঙ্গত মঙ্গলবার রাতে কাশীপুর শান্তিনগর এলাকা থেকে মনির ওরফে মনির ড্রাইভারকে ১শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। মনির মনির হোসেন পশ্চিম ভোলাইল শান্তিনগর এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com