আলীরটেকে দু’টি ইটভাটাকে জরিমানা ও সীলগালা
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ধলেশ্বরী নদীর পাশে সদর থানা আলীরটেক ইউনিয়নে দু’টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় অধিদপ্তরের অনুমতি না থাকায় মেসার্স শাহজালাল ব্রিক ফিল্ড ও পপুলার ব্রিকস নামের দু’টি ইটভাটাকে ৫ লাখ করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও মাটি কাটার অনুমতি না থাকায় পপুলার ব্রিকসটি সীলগালা করে দেয়া হয়।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে আলীরটেকের ক্রোকেরচর এলাকায় এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
এসময় র্যাব-পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।