আদালতপাড়ায় বিএনপি-আ’লীগের পাল্টাপাল্টি মিছিল

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আদালতপাড়ায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা।

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে আদালতপাড়ায় দু’টি কর্মসূচি একই সঙ্গে অনুষ্ঠিত হয়। একদিকে বিএনপিপন্থি আইনজীবীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে বক্তব্য দেন। অপরদিকে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা নাশকতা ও জ্বালাও পোড়াওয়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।

আওয়ামীলীগপন্থী আইনজীবীদের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু। বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। আওয়ামীপন্থী আইনজীবীদের মধ্য আরও উপস্থিত ছিলেন-সিনিয়র আইনজীবী এড. খোকন সাহা, এড. মাসুদ উর রউফ, তরাজ উদ্দিন, হাবিব আল মুজাহিদ পলু, আনোয়ার হোসেন, আলী আহম্মদ ভূইয়া, আব্দুর রউফ মোল্লা, মাহমুদা মালা প্রমুখ।

 

বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- এড. সরকার হুমায়ুন কবির, এড. আনোয়ার হোসেন প্রধান প্রমুখ।

 

 

একইদিন দুপুরে খালেদা জিয়ার জামিন বাতিলের প্রতিবাদের মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও সাধারণ সম্পাদক মন্তাজউদ্দিন মন্তুুর নেতৃত্বে নেতারা মিছিল বের করলে পুলিশ তাদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয়। লাঠিপেটা করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com