কাশীপুরে সন্ত্রাসী শাহীনের সহযোগী মনির ১শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার কাশীপুরে ১শ’ পিস ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী মনির ওরফে ড্রাইভার মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। মনির কাশীপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগের বহিস্কৃত সভাপতি শাহীন আলমের ঘনিষ্ট সহযোগী।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে কাশীপুর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মনির হোসেন পশ্চিম ভোলাইল শান্তিনগর এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে।
তবে স্থানীয়দের দাবি, মনিরকে ৫শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারের খবর শুনে তাকে ছাড়াতে ছুটে আসেন শাহীন আলম। পুলিশকে নানাভাবে ম্যানেজের চেষ্টা করেন। কিন্তু এরমধ্যে ফতুল্লা থানার ওসি বিষয়টি জেনে ফেলায় পুলিশকে ম্যানেজ করা সম্ভব হয়নি।
তবে উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে কথা বলার জন্য এসআই মিজানকে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, মনিরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স।