আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় মা ও শিশু পুত্র নিহত
আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আড়াইহাজারে দুই বাসের সংঘর্ষে বাস থেকে সড়কে ছিটকে পড়ে মানসুরা আক্তার (২৪) নামের এক নারী ও তার শিশু পুত্র আসিফ (৪) নিহত হয়েছে। মঙ্গলবার রাতে আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসগকের সাতগ্রামের শিমুলতলীতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে নরসিংদী থেকে ঢাকামুখি একটি যাত্রীবাহী বাসকে (ঢাকা মেট্রো-ব-০১৪-৮৯৭০) সিলেটগামী অপর দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাস ধাক্কা দেয়। এসময় বাসে থাকা যাত্রী মানসুরা ও তার শিশুপুত্র গাড়ি থেকে ছিটকে মহাসড়কের উপরে পড়ে। তাদের আহতাবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত মানছুরা আক্তার রূপগঞ্জ উপজেলার কান্দাইল এলাকার জাহাঙ্গীর এর স্ত্রী।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।