আড়াইহাজারে সাংবাদিকের পরিবারের উপর সন্ত্রাসী হামলা
আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আড়াইহাজারে নিজেদের জমি দখলে বাঁধা দিতে গিয়ে এক সাংবাদিক পরিবারের ৪ সদস্য আহত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় সাংবাদিক বশির মোল্লার ক্রয়কৃত সম্পত্তি থেকে স্থানীয় সন্ত্রাসী সামসুল হকের নেতৃত্বে বাদল, জুয়েল, সোহেল, সেলিম সহ ১০/১২জন মিলে বিভিন্ন ধরনের ফলের গাছ কর্তন করে। ওই সময় সাংবাদিক বশির মোল্লা ও তার পরিবারের লোকজন গাছ কাটায় বাঁধা প্রদান করে। পরে সামসুল হক সহ তার লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে সাংবাদিক বশির মোল্লা(৪৫), হাবিবুল্লাহ (৫০) কাউসার (২৫), ফয়সারকে (২৩) মারাত্মকভাবে আহত করে দেশীয় ফলের গাছ গুলো কেটে নিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।