শওকত আলীকে রিংকুর নৌকা প্রতীক দিয়ে শুভেচ্ছা

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম শওকত আলীকে নৌকা প্রতীক দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা আবু সাইদ রিংকু।
রোববার (৯ ডিসেম্বর) রাতে বক্তাবলী ঘাটস্থ শওকত আলীর অফিসে গিয়ে নব নির্বাচিত এই সাধারণ সম্পাদকের হাতে ফুলের তোড়া তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হেসেন, যুবলীগ নেতা আব্দুল মতিন, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম সুমন, আব্দুর রহিম প্রমূখ।
প্রসঙ্গত গত ৭ ডিসেম্বর ফতুল্লার নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে ফতুল্লা থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দ্বিতীয়বারের মতো এম সাইফ উল্লাহ বাদল সভাপতি ও এম শওকত আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।