মুসলিমনগরে মায়ের মামলায় পুত্র ইসলাম গ্রেফতার

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার মুসলিমনগরে মা মালেকা বেগম (৬৩) দায়ের করা মামলায় তার পূত্র মোঃ ইসলাম মিয়াকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার (৯ডিসেম্বর) রাতে মুসলিমনগরের বাসা থেকে ইসলামকে গ্রেফতার করে ফতুল্লা থানা মডেল থানা পুলিশ।

এলাকাবাসী জানায়, ইসলাম তার মায়ের সম্পত্তি জালিয়াতি করে একা তার নামে লিখে নেয়। সম্পত্তি নিজের নামে লিখে তার মাকে বাড়ি থেকে বের করে দেয় ইসলাম । পরবর্তীতে ইসলামের অসহায় বৃদ্ধা মা প্রতারণার বিষয়টি বুঝতে পেরে মামলা দায়ের করেন। ইসলাম এতে ক্ষুদ্ধ হয়ে তার মাকে মারধর করে এবং হত্যার চেষ্টা করে ।

পুলিশ জানায়, মুসলিমনগরের মধ্যপাড়ার মৃত রহিম মিয়ার স্ত্রী বৃদ্ধা মালেকা বেগম এর সম্পত্তি প্রতরণার মাধ্যমে তার ছেলে মোঃ ইসলাম মিয়া সম্পত্তি হাতিয়ে নেন। পরবর্তীতে জানতে পেরে মা মামলা করলে পুত্র ইসলাম তার মাকে মারধর করে এবং হত্যার চেষ্টা করে। বৃদ্ধার অন্য ছেলেরা এসে মালেকা বেগমকে ইসলামের হাত থেকে রক্ষা করে হাসপাতালে নিয়ে যান। এরপর বৃদ্ধা মা পুত্র ইসলামের বিরুদ্ধে আরেকটি হত্যা চেষ্টা মামলা দায়ের করলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করলে পুলিশ ইসলামকে তার বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায় ।

ফতুল্লা মডেল থানার এস আই মামুন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছে ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com