ঢাকার পরে না’গঞ্জ ও টঙ্গিকে প্রাধান্য দেয়া হয়: ক্রীড়া প্রতিমন্ত্রী
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, নারায়ণগঞ্জ খেলাধুলায় এগিয়ে আছে স্থাপনায় পিঁছিয়ে থাকবে এটা হতে পারে না। খেলাধুলাকে এগিয়ে ধাপে ধাপে নারায়ণগঞ্জকে নিয়ে কাজ করবো।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে নগরীর ইসদাইড়স্থ ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ঢাকার পরে নারায়ণগঞ্জ ও টঙ্গিকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আমার নির্বাচনি এলাকা টঙ্গির চেয়ে আলাদা করে নারায়ণগঞ্জকে দেখার সুযোগ নেই। এই পবিত্র মাটিতে অনেক পবিত্র মানুষের জন্ম হয়েছে ফুটবলকে সমৃদ্ধ করেছে। এখানে ইনডোর স্টেডিয়াম থাকবে না এটা হতে পারে না। আমরা অবশ্যই ধারাবাহিকভাবে কাজ করবো।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, আমার বাবা মায়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে, এটাই মেনে নিতে পারি না। কিন্তু প্রতিমন্ত্রী রাসেল’র বাবাকে গুলি করে হত্যা করেছে তিনি কিভাবে সেটা মেনে নিয়েছেন?
তিনি প্রতিমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে শামীম ওসমান বলেন, রাসেলকে আমি বাবা বলি, উনি আমাকে ভাই বলেন। সেই বাবার জায়গা থেকে দাবী রেখে বলছি, নারায়ণগঞ্জে একটি স্টেডিয়াম কমপ্লেক্স তৈরি করে নারায়ণগঞ্জবাসীকে সম্মানিত করবেন।
ফাইনাল খেলায় রূপগঞ্জকে ২ গোলে হারিয়ে জিতেছেন বন্দর উপজেলা।
জেলা প্রশাসক জসীম উদ্দিনের সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রেহেনা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, নীর্ট কনর্সান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গির আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, রুপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম প্রমুখ।