রূম্পা হত্যার বিচারের দাবিতে ছাত্র অধিকার’র মানববন্ধন
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রূম্পা হত্যার বিচারের দাবিতে শহরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা এ মানব বন্ধনের আয়োজন করে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক খান শাহরিয়ার ফয়সালের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন-বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক এপিএম সোহেল, আল-আমিন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান, জান্নাত ইসলাম, উম্মে হাবিবা আলভী, সাবিকুন নাহার কেয়া প্রমুখ।
সরকারের কঠোর সমালোচনা করে মানববন্ধনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাবিকুন নাহার কেয়া বলেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করার পরও আমাদের স্বাধীনতা সম্পূর্ণভাবে নারীদের বিরুদ্ধে চলে গিয়েছে। নারীরা আজ স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে পারছে না। আমাদের প্রধানমন্ত্রী ও স্পিকার নারী তাদের কাছে আমার প্রশ্ন নারীর নিরাপত্তা নিয়ে কেন বার বার আমাদের প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। নারীর ক্ষমতায়নের যুগে আজ নারীরা নিরাপদ নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সিফাতউল্লাহ বলেন, ‘জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড’- বলে একটি ইংরেজীতে প্রবাদ আছে। দেশের উন্নয়নে পদ্মা সেতু, ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। কিন্তু নাগরিকের নিরাপত্তা, মুক্তি ও স্বাধীনতা নিশ্চিতকরণ ছাড়া এই উন্নয়ন দিয়ে আসলে কিছুই যায় আসে না।