সিদ্ধিরগঞ্জে ২৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ২৮ কেজি গাঁজাসহ নাজমুল হোসেন (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (৭ ডিসেম্বর) সকালে র্যাব-১১ এর একটি দল ওই এলাকায় একটি চেক পোস্টে তল্লাশী চালিয়ে একটি প্রাইভেট কার থেকে ওই গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত নাজমুল হোসেনের বাড়ী কুমিল্ল¬ার কসবার হাকর এলাকায়। নাজমুল দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।