সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ মো: শাহিন(৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার(৬ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকা থেকে আটক করা হয় তাকে।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ শাহিন চাঁদপুর জেলার মতলব উত্তরের উত্তরকান্দির মৃত সিরাজের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে এক অভিযানের মাধ্যমে গাঁজাসহ মো: শাহিনকে ২নং ঢাকেশ্বরী থেকে আটক করা হয়। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।