বাদল-শওকত ফের সভাপতি-সম্পাদক

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন এম সাইফ উল্লাহ বাদল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম শওকত আলী। এরা দু’জন আগের কমিটির যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

 

শনিবার (৭ ডিসেম্বর) বিকালে নগরীর নাসিম ওসমান মেমোরিয়াল (নম) পার্কে ফতুল্লা থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাইফ উল্লাহ বাদল ও এম শওকত আলী।

 

এর আগে ২০০৪ সালে ফতুল্লা থানা আওয়ামী লীগের সম্মেলনে এ দু’জন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

 

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদলের সভাপতিত্বে সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিকদার মো: গোলাম রসুল, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এ রশিদ, সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, মহানগর যুবলীগের লীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: জুয়েল হোসেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফতুল্লা থানা ছাত্রলীগ সভাপতি আবু মো: শরীফুল হক, সাংগঠনিক সম্পাদক মো: মোশারফ হোসেন, ছাত্রলীগ সহ-সভাপতি শরিয়তুল্লাহ বাবু প্রমূখ।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com