আজ ফতুল্লা থানা আওয়ামীলীগের সম্মেলন
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আজ শনিবার (৭ ডিসেম্বর) ফতুল্লা থানা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হয়ে আসছেন শিক্ষা উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। নগরীর খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এলাকার নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে ফতুল্লা থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে সম্মেলনের দাওয়াত কার্ডে ৪ আসনের এমপি শামীম ওসমানকে অতিথী হিসেবে রাখা হয়নি। এর আগে নগরীর ইসদাইরস্থ একেএম সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ সম্মেলনের স্থান নির্ধারণ করা হলেও পরে তা পরিবর্তন করা হয়।
শনিবার (৭ ডিসেম্বর) সম্মেলনকে সফল করতে ইতিমধ্যে নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে ফতুল্লা থানা আওয়ামী লীগের সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।
দীর্ঘ ১৫ বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফতুল্লা থানা আওয়ামী লীগের সম্মেলন। ২০০৪ সালে সবশেষ ফতুল্লা থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সাইফ উল্লাহ বাদল সভাপতি ও এম শওকত আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৫ বছর ধরে এই দুই বর্ষীয়াণ নেতা দায়িত্ব পালন করে চলছেন।
২০০৪ সালের ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের তৎকালীন সভাপতি আব্দুল মতিন মাস্টার ও আওয়ামী লীগের প্রয়াত নেতা নাজমা রহমান। নাজমা রহমান তখন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ছিলেন।
বাদল-শওকত জুটি নারায়ণগঞ্জের অন্যান্য থানার চাইতে ব্যাপক পরিচিত হয়ে উঠে। সভাপতি ও সাধারণ সম্পাদকের যুতসই মেলবন্ধন তাদের কাজেও প্রভাব ফেলে। আগামী সম্মেলনকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্য কারো নাম শোনা যাচ্ছে না। আগামী সম্মেলনে তারাই আবার স্বপদে বসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।