বাংলাদেশ-ভারতের যৌথ সম্মেলন: সীমান্তে মাদক চোরাচালান বন্ধের প্রস্তাব

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলা কালেক্টরেট হলে বাংলাদেশ-ভারতের যৌথ প্রতিনিধি সম্মেলনে কুড়িগ্রাম জেলার সীমান্ত চোরাচালান ও মাদক পাচার বন্ধে বেশকিছু প্রস্তাবনা উপস্থাপন করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম)।

 

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর ২ ঘটিকায় মালদহ কালেক্টরেট ভবনে দুই দেশের প্রতিনিধিদের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জয়পুরহাট জেলা জেলা প্রশাসক (ডিসি) জাকির হোসেন ও ভারতের মালদহ জেলার জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) শ্রী রাজেশ্বরী মিত্র। কুড়িগ্রাম জেলার প্রতিনিধিত্ব করেন, জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন ও জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম)।

 

জেলা পুলিশ প্রশাসনের পক্ষে এসপি মহিবুল ইসলাম খান বলেন, ভারতের কুচবিহার সীমান্তরেখা দিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্ত দিয়ে আসা ফেনসিডিল নিয়ন্ত্রনে বিএসএফকে আন্তরিক ও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা ভারতের অভ্যন্তরীন বাজারে ফেনসিডিল তৈরি ও বিপণন নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা উল্লেখপূর্বক দেশের পক্ষে বিভিন্ন যৌক্তিকতা প্রস্তাবনা তুলে ধরেন তিনি। বৈঠকে হিলিস্থলবন্দরসহ উত্তরবঙ্গের বন্দরগুলোর কার্যক্রম কিভাবে উন্নতিকরণ করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভারতের সাথে বাংলাদেশের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর একটা সুন্দর সমাধান হবে বলে আশাবাদী বাংলাদেশের প্রতিনিধি দল।

 

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com