সদর আ’লীগে সভাপতি নাজির ভারমুক্ত হলেন মামুন
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের নতুন সভাপতি হয়েছেন নাজির মাতবর। এর আগে তিনি গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে ভারমুক্ত হয়ে সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ উল্যা আল মামুন। এর আগে তিনি সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ ১৫ বছর পরে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আলীরটেকের ডিক্রিরচর মাঠে সদর থানা আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আগে থেকেই এই দুই নেতা আলোচনায় ছিলেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তারা আসছেন-কয়েকদিন ধরে এ আলোচনা চলে আসছিল।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- যুগ্ম-সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ জাকির হোসেন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: জুয়েল হোসেন, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকার, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজির আহমেদ প্রমুখ।