মেয়র আইভীকে হত্যা চেষ্টা মামলা দুই বছর পর আদালতে
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে মেয়র সেলিনা হায়াৎ আইভী ও তার সমর্থকদের ওপর হামলার ২২ মাস ১৮ দিন পর আদালতে অভিযোগ দায়ের করেছে সিটি কর্পোরেশন। কর্পোরেশনের আইন কর্মকর্তা জি এম এ সাত্তারের দায়ের করা ওই মামলাটি আমলে নিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) বিকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফাহমিদা খাতুনের আদালত এ আদেশ দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে সদর মডেল থানাকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। মামলার আবেদনে সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়। অভিযুক্তরা সকলেই সাংসদ শামীম ওসমানের ঘনিষ্টজন।
মামলায় ঘটনার দিন অস্ত্র প্রদর্শনকারী শামীম ওসমানের অনুসারী যুবলীগ নেতা নিয়াজুল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামসহ ৯ এর বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়। অন্যরা হচ্ছেন-মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা জানে আলম বিপ্লব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, যুবলীগকর্মী নাসির উদ্দিন ওরফে টুন্ডা নাসির, যুবলীগ নেতা চঞ্চল মাহমুদকে। এর বাইরেও অজ্ঞাত প্রায় ৯০০ থেকে ১০০০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
এর আগে গত বছরের ২৩ জানুয়ারী সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা জি এম এ সাত্তার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। তবে অভিযোগটি মামলা হিসেবে নেয়নি পুলিশ।
প্রসঙ্গত ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে ২০১৮ সালের ১৬ জানুয়ারী নারায়ণগঞ্জের চাষাড়ায় মেয়র আইভী ও তার সমর্থকদের ওপর হকার ও সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থকরা হামলা চালায়। সংঘর্ষে মেয়র আইভী, সাংবাদিকসহ শতাধিক আহত হন। এই ঘটনায় শামীম ওসমানের সমর্থক নিয়াজুল ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামকে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি চালাতে দেখা যায়।