বিএনপি নেতা ফেরদৌসের মরদেহে শ্রদ্ধা জানান মেয়র আইভি

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বিএনপির প্রতিষ্ঠাকালীন ছাত্রদলের সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে… ওয়া রাজেউন) । গতকাল বিএনপির এই নেতার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ সিটি কর্পেোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি । এসময় তার সাথে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ।

 

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জান্নাতুল ফেরদৌস নগরীর দেওভোগ নাগবাড়ি এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।

 

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিকালে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। বুধবার সকালে তার শারিরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়। দুপুরে তার মৃত্যু হয়।

 

জান্নাতুল ফেরদৌস প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে আসেন। ১৯৮১ সালে জিয়া হলে বিজ্ঞানমেলায় আসেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেখানে রাষ্ট্রপতি জিয়ার চোখে পড়ে বুদ্ধিদীপ্ত জান্নাতুল ফেরদৌস। ওই সালেই বিএনপির অঙ্গ-সংগঠন ছাত্রদল গঠন করা হয়। ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কমিটির ৫১ সদস্যের মধ্যে জান্নাতুল ফেরদৌস ছিলেন সর্বকনিষ্ঠ।

 

পর্যায়ক্রমে তিনি যুবদলের রাজনীতিতে প্রবেশ করেন। পরে জেলা যুবদলের আহবায়ক হন। ১৯৯১ সালে জেলা বিএনপির কমিটিতে তাকে দপ্তর সম্পাদক বানানো হয়। দুইবারের কমিটিতে তিনি ওই দায়িত্ব পালন করেন। সবশেষ জেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি বিএনপির সহযোগী সংগঠন জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com