নেতা হতে চাই না, নেতা হলে দূরত্ব বাড়ে: শামীম ওসমান
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমি কর্মী ছিলাম, আছি থাকবো। নেতা হতে চাই না, কারণ নেতা হলে মানুষের সাথে দূরত্ব বাড়ে। যখন কারো মধ্যে নেতা হয়ে গেছি-এমন ভাব আসে এরপর থেকে কর্মী ও সাধারণ মানুষের সাথে তার দূরত্ব বাড়তে শুরু করে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্মেলনের তিনি অতিথি না হলেও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুরোধে মঞ্চে আসেন।
শামীম ওসমান আরও বলেন, আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু হলে এদেশে ভয়ঙ্কর আপদ নেমে আসবে। ঘরে-ঘরে সংঘাত হবে। এদেশ যতটুকু এগিয়েছে, আবার পিছিয়ে পড়বে।
সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান শিকদারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল, যুগ্ম-সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ জাকির হোসেন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: জুয়েল হোসেন, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকার, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজির আহমেদ প্রমুখ।
সভা পরিচালনা করেন-সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ উল্লাহ মামুন।