ভবন নির্মাণ শেষ করার দাবিতে আন্দোলনে যাচ্ছে জবি শিক্ষার্থীরা

মিজানুর রহমান, জবি প্রতিনিধিঃ নির্ধারিত সময়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একমাত্র ছাত্রীহলের নির্মাণ কাজ শেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তরের দাবিতে আন্দোলনে যাচ্ছে জবি শিক্ষার্থীরা।

 

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর ) মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জবির সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, সরকারি কাজের মেয়াদ ২ বারের বেশি বাড়ানোর সুযোগ না থাকলেও ৪ দফা সময় বাড়ানোর পরও জবির নির্মাণাধীন একমাত্র ছাত্রীহলের নির্মাণ কাজ শেষ করতে পারিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ২০১১ সালের কাজ শুরু করে থেকে দীর্ঘ ৮ বছরেও কাজ শেষ না হওয়ায় তীব্র ক্ষোভ বিরাজ করছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে।

কর্মসূচীর বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে তাওসিব মাহামুদ সোহান বলেন, ২০১১ সালে ছাত্রী হলের কাজ শুরুর পরও এখনো কাজ শেষ করতে না পারা বিষয়টা খুবই দুঃখজনক। হয়ত এটা গিনেজ রেকর্ড বুকে লেখানোর মত কীর্তি যা বিশ্বের অন্য বিশ্ববিদ্যালয়ের হয়ত নেই । উপাচার্য বার বার হলের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের বলে দায়সাড়া বক্তব্য দেন।তার কথা মেনে নিয়েই বলতে চাই ৩১ ডিসেম্বরের ভিতর হলের কাজ শেষ না হলে জানুয়ারি মাসে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের মত কর্মসূচি দিতে আমরা পিছপা হব না। প্রাথমিকভাবে আমরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি। কর্মসূচীতে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

One thought on “ভবন নির্মাণ শেষ করার দাবিতে আন্দোলনে যাচ্ছে জবি শিক্ষার্থীরা

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com