ফতুল্লায় ৪ ইটভাটায় অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আবারো ফতুল্লায় ইট ভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয় । অভিযানে চার ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। পাশাপাশি তৈরি ইটগুলোকে পানি দিয়ে নষ্ট করে ইটভাটাগুলোকে ভেকু দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানার নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
যে সব ইটভাটাগুলোতে অভিযান পরিচালিত হয় সেগুলো হলো মেসার্স সুপার ব্রিকস, মেসার্স এসইউএ ব্রিকস ফিল্ড, মেসার্স পপুলার ব্রিকস এবং শাহাবুদ্দিন ব্রিকস।
আদালতের নির্দেশ অমান্য করে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র ছাড়াই অনুমোদনহীনভাবে ইটভাটা পরিচালনা করে পরিবেশ দূষণ করার অপরাধে ইটভাটাগুলোকে জরিমানা করা হয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক মো. সাঈদ আনোয়ার।