নড়াইলে ৪৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রয়ের উদ্বোধন করলেন মাশরাফী

নড়াইল প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নড়াইলে ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রয়ের উদ্বোধন করলেন এমপি মাশরাফী । নড়াইলে টিসিবির তত্ত্বাবধানে খোলাবাজারে পেঁয়াজ বিক্রয়ের কার্যক্রম উদ্বোধন করা হয়।

 

সোমবার (২ ডিসেম্বর) জেলা প্রশাসকের চত্বরে জেলা প্রশাসনের আয়োজন এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

টিসিবির ১জন ডিলারের মাধ্যমে মোট ৩ টন পিয়াজ বরাদ্ধ দেয়া হয়েছে। ডিলারের মাধ্যমে ট্রাকে করে মাত্র ৪৫ টাকায় এ পেঁয়াজ বিক্রি করা হবে। এ বিক্রয়ে যেন কোন অনিয়ম না সেদিকে জেলা প্রশাসনের সব সময় দৃষ্টি রাখার অনুরোধ জানান।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com