এসএ গেমসে কারাতেতে তৃতীয় সোনাটি এনে দিলেন হোমায়রা
ক্রীড়া প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: গতকাল দেশকে উপহার দিয়েছিলেন প্রথম পদক। হোমায়রা আক্তার খুশি হয়েছিলেন কিন্তু উচ্ছ্বসিত ছিলেন না। একক কাতায় ব্রোঞ্জ জয় তৃপ্ত করতে পারেনি তাঁকে। কাতার আক্ষেপ ৬১ কেজি কুমিতে এসে ঘোচালেন। নিজেকে পরিণত করলেন দেশের আরও এক স্বর্ণ-কন্যায়।
মেয়েদের কুমি ইভেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বী ছিলেন নেপালের আনু গুরং। কিন্তু হোমায়রা বেশ সহজেই আনুকে হারিয়েছেন ৫-২ পয়েন্টে। সেমিফাইনালে হোমায়রা পাকিস্তানের গুল নাজকে ৪-০ পয়েন্টে উড়িয়ে ফাইনালে পা রাখেন।
কাঠমান্ডুতে অনুষ্ঠানরত ১৩তম এসএ গেমসে আজকের দিনটি বাংলাদেশের জন্য ‘সোনায়-সোহাগা।’ সকালেই কারাতেয় ছেলেদের ৬০ কেজি ওজন শ্রেণির কুমি ইভেন্টে সোনা জেতেন আল আমিন। এর পরপরই মেয়েদের অনূর্ধ্ব ৫৫ কেজি ওজন শ্রেণির কুমিতে সোনা জেতেন মারজান আক্তার। কারাতেতে তৃতীয় সোনাটি এনে দিলেন হোমায়রা। এ নিয়ে এসএ গেমসে এখনো পর্যন্ত বাংলাদেশ জিতে নিয়েছে ৪ সোনা।
সূত্র: প্রথম আলো