ফতুল্লায় ৪ ইটভাটা গুড়িয়ে দিয়ে ৯লাখ টাকা জরিমানা

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে পরিবেশ দূষণের অভিযোগে ফতুল্লায় ৪টি ইটভাটা ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত। ইটভাটার ইট নষ্ট করে দেবারা পাশাপাশি ওই ৪টি ভাটাকে ৯ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

 

সোমবার (২ ডিসেম্বর) ফতুল্লার পাগলা এলাকায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ওই টিমে ছিলেন-নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার, নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ ও মেহেদী হাসান ফারুক।

 

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার জানান, ভ্রাম্যমান আদালত আব্দুল্লাহ ব্রিক সাপ্লাইয়ার্স-১ ও ২, এএমটি ব্রিকস ফতুল্লা ও এমবিসি ব্রিকসকে পরিবেশ ছাড়পত্র না থাকায়, পরিবেশ দূষণ করার পাশাপাশি উচ্চ আদালতের আদেশ অমান্য করায় ৯ লাখ টাকা জরিমানা করেন। সেই সাথে ইটাভাটাগুলোর ইট নষ্ট করে ভাটাগুলো বন্ধ করে দেয়া হয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com