আমাকে তবুও মুগ্ধ করে জনশ্রুতি

 

 

আমাকে তবুও মুগ্ধ করে জনশ্রুতি

খালেদ হোসাইন

 

 

ভালোই তো জনশ্রুতি স্বদেশে বিদেশে
আর তার তীব্র স্রোতে আমি যাই ভেসে।
জলে তো পানাও ভাসে, বাতাসে তো ধুলো
খানিক ওপরে ভাসে সাদা মেঘগুলো।

 

আমি ভাসি মনে মনে, মনে মনে হাসি
মক্কা মদিনা থেকে যাই গয়া কাশী
আরো কই কই যাই জানে জনে জনে
হৃদয়ে ক্লান্তি এলে যাই নির্জনে।

 

বন্যা-দত্ত পলি– জমি উর্বর
ধান যায় গোলাঘরে গরু খায় খড়
চুলোর গর্ভে যায় কিছু খড়-নাড়া
দরোজা-জানালা দেয় আমাকে পাহারা।

 

শান্ত জীবন চাই– হয় গুঁতোগুঁতি
আমাকে তবুও মুগ্ধ করে জনশ্রুতি।

 

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com