যৌতুক না দেয়ায় স্ত্রী-সন্তান রেখে পালিয়ে গেছে স্বামী সাহেব আলী

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: যৌতুক না পেয়ে ফতুল্লার কাশীপুরের হাটখোলায় স্ত্রী-সন্তান রেখে পালিয়ে গেছে প্রতারক স্বামী সাহেব আলী। দুই কন্যা সন্তান নিয়ে কোনমতে দিন কাটছে গৃহবধু সোনিয়ার। বাধ্যহয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন গৃহবধু সোনিয়া আক্তার।
মামলা সূত্রে জানা গেছে, কাশীপুর এলাকার মফিজউদ্দিনের মেয়ে সোনিয়ার সাথে ২০১২ সালের ৬ জানুয়ারি শেরপুর জেলার ঝিনাইগাতি থানার ধানসাই এলাকার সামসুল হকের পুত্র সাহেব আলীর সাথে ইসলামী শরীয়া মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে আরিয়া (৭) ও আব্রিহা নামের দু’টি কন্যা সন্তান হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে সাহেব আলীকে ৫০ হাজার টাকা দেয়া হয়। কিন্তু সম্প্রতি আবারও যৌতুকের জন্য সোনিয়াকে নানাভাবে নির্যাতন শুরু করে সাহেব আলী। স্ত্রীকে মারধর করে বাবার বাড়ি হতে দুই লাখ টাকা এনে দিতে বলে। কিন্তু তাতে রাজি না হওয়ায় গৃহবধু সোনিয়াকে মারধর করতো সাহেব আলী। পরে সে স্ত্রী ও দুই কন্যা সন্তানকে স্ত্রীর বাপের বাড়ি ফেলে রেখে পালিয়ে যায়।
এদিকে পরে এ ঘটনায় সোনিয়া আক্তার বাদী হয়ে স্বামী সাহেব আলী, ভাসুর আইয়ুব আলী, দেবন ছাইদকে আসামী করে আদালতে যৌতুক আইনে মামলা করে। মামলা নং-সিআর ১০৭১। পরে আদালত স্বামী সাহেব আলীর নামে গ্রেফতারী পরোয়ানা জারি করে।