মুক্তির ‘দুই’ ভাগ – ইকবাল হোসেন
মুক্তির ‘দুই’ ভাগ
মুক্তির প্রতিক্ষায় থাকা মানুষগুলো
অবশেষে মুক্ত হলো দুই ভাগ,
এক ভাগ অদৃশ্য উপরে অন্য ভাগ সদৃশ্য মাটিতে।
জন্মিলে নক্ষত্রপুঞ্জ, সাথে দিলে মৃত্যুদন্ড
মনে হয় আমি ভন্ড —
ভাবলেই জাগে লণ্ডভণ্ড।
জীবনের স্বাদ মিলেনি আজও
বাকীর খাতায় শুধু শূন্যের হিসাব,
মুক্তির দুই ভাগ পূন্য ‘ও’ পাপ।
কিসের নেশায় বাঁধলাম ঘর —
কিসের আশায় জাগিয়া—-
নিরন্তর পথচলা অবান্তর করিয়া।
স্বযত্নে সংরক্ষণ নিরাপত্তা দিয়া মন,
মিছেমিছি বাধিল অচিন্ত পক্ষী ধন
সাধ্যাতীত রাখিবে পক্ষী আবাদ।
মুক্ত আকাশে —-
মুক্ত হাওয়ায় ভাসে জ্যোতিপুঞ্জ,
থেকেছি মহাকাল, বিরতি সময়ে–
পূণ্যের যতো কাজ অসীম পাপের খাঁজ।
ইকবাল হোসেন