বঙ্গসাথী ক্লাবের প্রস্তুতিমূলক সভা
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বঙ্গসাথী ক্রীড়া ও সামাজিক সংগঠনের উদ্যোগে আগামী ২৫ শে ডিসেম্বর বিনামূল্যে সুন্নতে খাতনা কর্মসূচীর প্রস্তুতিমূলক সভা করেছে বঙ্গসাথি ক্লাব।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় পশ্চিম দেওভোগ এলাকায় সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভার সভাপতিত্ব করেন-বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জল। এ সময় বিনামূল্যে সুন্নতে খাতনা আয়োজনের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সংগঠনের সদস্যরা।
সভায় আহমদ আলী রেজা উজ্জ্বল বলেন, আগামী ২৫ শে ডিসেম্বর যারা সুন্নতে খাৎনার অংশগ্রহণ করতে ইচ্ছুক আগ্রহীদের সংগঠনের ব্যানারে মোবাইল নাম্বারে অথবা সংগঠনের সদস্যদের সাথে যোগাযোগ করে নাম অন্তর্ভুক্ত করাতে হবে। আগামী ২৫ ডিসেম্বর দেওভোগ পশ্চিম দেওভোগ শিশুভাগ বিদ্যালয়ের মাঠে সকাল থেকে বিকেল পর্যন্ত টানা সুন্নতে খাৎনা অনুষ্ঠিত হবে। এসময় সুন্নতে খাতনায় অংশগ্রহন কারীদের লুঙ্গি গেঞ্জি সহ সুন্নতে খাৎনার প্রয়োজনীয় সামগ্রী ও ঔষদ বিনামূল্যে দেবে বঙ্গসাথী ক্লাব।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুভ সহ উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ রনি খোজন, সহ-সভাপতি ফইজুল ইসলাম রুবেল, সহ সাধারণ সম্পাদক স মিনহাজুল কাদির, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার সাগর, কোষাধক্ষ্য শেখ মোহাম্মদ মামুন, দপ্তর সম্পাদক জিয়াউল হক, সাংস্কৃতিক সম্পাদক আবু রেজা রাসেল, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান, ক্রীড়া সম্পাদক সাইফুদ্দিন খোকন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, মহিলা সম্পাদিকা রানু খন্দকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ রেজওয়ানুল ফাহমিদ, আইন বিষয়ক সম্পাদক মোঃ মোজাম্মেল হক মল্লিক, কার্যকরী সদস্য মোহাম্মদ ইকবাল বাবু, কামরুল হুদা বাবু, রেজাউল ইসলাম, আব্দুল মাতিন মোল্লা, মাসুদ সারোয়ার, শরিফুর রহমান সজিব, মোঃ হাসান উল রাকিব, মোহাম্মদ জুয়েল শেখ, মোহাম্মদ আলী নূর সুমন, মোঃ ওমর চিস্তী রাসেল, মোহাম্মদ ফিরোজ মাহবুব, গাউস মোঃ সোহাগ, মোঃ মঞ্জুর হোসেন, মোঃ আমিনুল হক, মোঃ শাওন, মোঃ সায়হাম আহমেদ, আরাফাত রহমান ওসিন।