ফতুল্লার মামলায় জেএমবি সদস্য নরসিংদী থেকে গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি,প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় র‌্যাবের দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায় হাফেজ মাওলানা আতিক উল্লাহ (৩৬) নামের আরও এক জঙ্গিকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ল্যাপটপ ও হার্ডডিস্ক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে দেড়টায় নরসিংদীর মাধবদীর ছোট গদইচর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি দল। র‌্যাব জানায়, হাফেজ মাওলানা মো. আতিক উল্লাহ র‌্যাবের দায়ের করা ফতুল্লা থানায় সন্ত্রাস বিরোধী (জঙ্গি) মামলার পলাতক আসামি।

এর আগে গত বুধবার রাতে ফেনী সদরের মায়ানিবাস, পশ্চিম বিজয়শিং ও সিলোনিয়া হাজির বাজার এলাকায় অভিযান চালিয়ে একই মামলার ৪ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। তারাও জেএমবির সদস্য।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, হাফেজ মাওলানা আতিক উল্লাহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এর একজন ফতোয়া নির্ধারক ও দাওয়াতী শাখার সমন্বয়ক। সে ১৯৯৯ সাল হতে ২০০৩ সাল পর্যন্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন হারকাতুল জিহাদ (হুজি) এর দেশব্যাপী বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এ সময় হুজি নেতা আব্দুর রহমান ও সম্প্রতি ঢাকায় গ্রেফতারকৃত আফগান ফেরত মুজাহিদ আতিক উল্লাহ’র কাছে প্রশিক্ষণ গ্রহণ করে। এরপর ২০১৪ সালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত এক জেএমবি নেতার মাধ্যমে জেএমবিতে যোগদান করে। আতিক উল্লাহ মূলত ফেসবুক, টুইটার ও টেলিগ্রাম আইডির মাধ্যমে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। সে ঢাকার একটি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি জেএমবির কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করত। সে বর্তমান সরকারকে ‘তাগুত সরকার’ আখ্যা দিয়ে দেশে খেলাফত প্রতিষ্ঠার জন্য জেএমবির সদস্য সংখ্যা বৃদ্ধিতে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছিল।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com