২৯ নভেম্বর বক্তাবলী বধ্যভূমিতে আনোয়ারের শ্রদ্ধা নিবেদন

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বক্তাবলী শহীদ দিবস উপলক্ষ্যে বক্তাবলীর কানাইনগের স্থাপিত স্মৃতিস্তম্ভ ও লক্ষ্মীনগর বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম-সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার হোসেন।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে নেতাকর্মীদের নিয়ে তিনি শহীদদের এ শ্রদ্ধা জানান।

এসময় আনোয়ার হোসেন বলেন, ২৯ নভেম্বর বক্তাবলীবাসীর জন্য একটি স্মরণীয় দিন ।  এই দিনটি  আমাদের মুক্তিযুদ্ধে ইতিহাসের অন্যতম দিন। আমরা এই দিনে নিহত শহীদদের কথা কোন দিন ভুলতে পারবো না ।  যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বক্তাবলী এ ত্যাগের কথাও শ্রদ্ধার সাথে উচ্চারিত হবে।

তিনি আরো বলেন, এই জায়গায় সরকারীভাবে একটি বধ্যভূমি স্বীকৃতি দেওয়া  হোক এটা আমাদের বক্তাবলীবাসীর প্রাণের দাবী ।

শুক্রবার শোক ও শ্রদ্ধায় বক্তাবলী গণহত্যা দিবস পালন করেন স্থানীয়রা। বক্তাবলীতে ১৯৭১ সালে ২৯ নভেম্বর পাকহানাদার বাহিনীর গুলিতে নিহত ১৩৯ জন শহিদদের স্মরণে নানা কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালিত হয়েছে। ভোর হতে বক্তাবলী পরগণার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠনসহ শহিদদের পরিবারের পক্ষ হতে শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ দোয়া ও মিলাদের আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। বক্তাবলীর লক্ষ্মীনগর পূর্বপাড়া মধ্যভূমি ও কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থিত স্মৃতিস্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com