২৯ নভেম্বরে শহীদদের প্রতি এবি ফেন্ডস এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সামাজিক সংগঠন এবি ফেন্ডস এসোসিয়েশন নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে ১৯৭১ সালের ২৯ নভেম্বর পাকহানাদার বাহিনীর গুলিতে নিহত ১৩৯ জন শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান ।
শুক্রবার ২৯ নভেম্বর কানাই নগর ছোবহানিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফদ্দীন নান্নু ।
শহীদের আত্মার মাগফিরাত কামনায় শ্রদ্ধা নিবেদন করার সময় আরো উপস্থিত ছিলেন, এবি ফেন্ডস এসোসিয়েশন সহ সভাপতি রাশেদুল হক রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম সুমন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, কবি ও লেখক মাহবুব আলম সেলিম, কার্যকরী সদস্য নুরুজ্জামান জিকু, গোলজার হোসেন, আক্তার হোসেন,রিপন গাজী, ইমরান হোসেন ও সালাউদ্দিন প্রমূখ ।