পূর্ব চরগরকুল স্কুলে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ মিলেছে
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বক্তাবলীর পূর্বচরগরকুল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের সত্যতা পেয়েছে তদন্ত দল। এ স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য ফরম পূরণের ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে স্কুল কর্তৃপক্ষ।
পরে এ বিষয়ে গত ২৪ নভেম্বর একজন অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের নির্দেশে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে উপজেলা শিক্ষা অফিস। তদন্তে অভিযোগের সত্যতা পায় তদন্ত দল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক বলেন, পরবর্তীতে এমন অভিযোগ পাওয়া গেলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।
পরে ২৯ নভেম্বর ওই শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত অর্থ ফেরত দেয়া হয়। এ সময় স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে ভৎসনা করে তদন্ত দল। এবং মৌখিকভাবে সর্তক করা হয় স্কুলের পরিচালনা কমিটিকে।
এ ব্যাপারে সভাপতিকে বেশ কয়েকবার ফোন দিলেও তাকে ফোনে পাওয়া যায় নি ।