১৩৯ জন শহীদদের চুড়ান্ত তালিকা এখনও পাই নাই : শামীম ওসমান
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, এর আগে যিনি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন তিনি বলেছিলেন মুক্তিযোদ্ধা সংসদ থেকে আমাকে ১৩৯ জনের তালিকা দিবেন, ওইটা আমি আজ অবধি পাই নাই। আপনারা শহীদ পরিবারের সন্তান হিসেবে যা বলতেন, আমি তাই সংসদের উত্থাপন করবো।
শামীম ওসমান আরও বলেন, আমি মাঝে মধ্যে হতাশ হয়ে যাই। ভন্ডরা রাজনীতিতে এসে বড় বড় কথ বলে। সত্য কথা বলার সাহস না থাকলে রাজনীতি করার দরকার নেই, যাত্রা করা উচিৎ। আমি কতদিন রাজনীতি বা এমপিগিরি করব তা নিজেও জানি না। জনসমর্থন ছাড়া সন্ত্রাসী করা যায় কিন্তু রাজনীতি করা যায় না।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে বক্তাবলী শহীদ দিবস উপলক্ষ্যে লক্ষ্মীনগর বধ্যভূমি প্রাঙ্গণে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামীম ওসমান বলেন, আমি সরকারি দলের এমপি হওয়ায় ইচ্ছা থাকলেও অনেক কিছু বলতে পারি না। সাংবাদিক ভাইদেরকে বলব আপনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে লিখেন। আমাদের হাত বাধা থাকলেও সাংবাদিকদের কলমে কোন বাধা নেই। নারায়ণগঞ্জের কয়েকটি পত্রিকায় আলতু ফালতু নিউজ করে। কিছু পত্রিকা আছে ভালো নিউজও করে। জনদুর্ভোগ নিয়ে লিখেন, মানুষের সমস্যা তুলে ধরেন। দেখবেন মানুষের কাছ থেকে অনেক সম্মান পাবেন। সম্মান পাওয়াটা আল্লাহর অনেক বড় রহমত।
তিনি আরো বলেন, দেশে মহাষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র হলো জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র। আমি বেঁচে না থাকলে কিছু হবে না কিন্তু নেত্রী না থাকলে অনেক সনস্যা হবে। প্রধানমন্ত্রীকে বাঁচাতে হবে।
ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসাইনের সঞ্চালনায় ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোহর আলী চৌধুরী, মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ, ফতুল্লা থানা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান, জেলা পরিষদ সদস্য মোস্তফা হোসেন চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজউদ্দিন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব আলী, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আলীম, বক্তাবলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারেক মোল্লা, ফতুল্লা থানা ছাত্রলীগের সহসভাপতি শরীয়ত উল্লাহ বাবু, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগের নেতা নোমান আহমেদ, বক্তাবলী ইউনিয়ন যুবলীগ নেতা বাদল হোসেন ববি, রাশেদুল ইসলাম সুমন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তাবলী ইউনিয়ন পরিষদের সদস্য রাসেল চৌধুরী, জলিল গাজী, আতাউর রহমান, মনির হোসেনসহ ইউনিয়নের অন্যান্য গণমান্যরা উপস্থিত ছিলেন।