শোক ও শ্রদ্ধায় বক্তাবলী গণহত্যা দিবস পালন
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সদর উপজেলার বক্তাবলীতে ১৯৭১ সালে ২৯ নভেম্বর পাকহানাদার বাহিনীর গুলিতে নিহত ১৩৯ জন শহিদদের স্মরণে নানা কর্মসূচির মাধ্যমে বক্তাবলী গণহত্যা দিবস পালিত হয়েছে। ভোর হতে বক্তাবলী পরগণার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠনসহ শহিদদের পরিবারের পক্ষ হতে শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ দোয়া ও মিলাদের আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে বক্তাবলীর লক্ষীনগর পূর্বপাড়া মধ্যভূমি ও কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থিত স্মৃতিস্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে ২৯ নভেম্বর বক্তাবলী গণহত্যা দিবস উপলক্ষ্যে পাকহানাদার বাহিনীর হাতে নিহত শহীদদের বাড়িসহ বিভিন্ন বাড়িতে কোরআন খতমসহ মিলাদের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বক্তাবলী দিবস পালন উপলক্ষ্যে ভোরে কানাইনগর স্মৃতিস্তম্ভে বক্তাবলী পরগনা মুক্তিযুদ্ধাহত শহীদ পরিবার, কানাইনগর ছোবাহানিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে একে এক বক্তাবলী ইউনিয়ন পরিষদ, বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন, বক্তাবলী আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, কানাইনগর যুব ও কল্যাণ পরিষদ (সমিতি), এবি ফ্রেন্ডস এসোসিয়শন, আলোকিত বক্তাবলী, বক্তাবলী ওয়েল ফেয়ার ট্রাস্ট, খালেক মাস্টার ডায়াবেটিস সেন্টারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ হতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
একইসময় লক্ষ্মীনগর পূর্বপাড়া মধ্যভূমিতে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী যুবলীগ, মুক্তিযুদ্ধা হত শহিদ পরিবার। এছাড়া বক্তাবলী ওয়েল ফেয়ার এসোসিয়শনের পক্ষ হতে শহীদ পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, নুর মুহাম্মদ, ফতুল্লা থানা বিএনপি সহসভাপতি আলাউদ্দিন বারী, কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ দুলাল, খালেক মাস্টার ডায়াবেটিস সেন্টারের চেয়ারম্যান ডা. শফিউদ্দিন আহম্মেদ মিন্টু, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলী, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এবি ফ্রেন্ড এসোসিশয়নের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নান্নু, সহসভাপতি রাশেদুল হক রাসেল, ওয়েল ফেয়ার এসোসিয়শনের সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, যুব ও কল্যান পরিষদ (সমিতি) সাধারণ সম্পাদক বাদশা মিয়া প্রমুখ।