শহীদ দিবসে খালেক মাস্টার ডায়বেটিক সেন্টারে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বক্তাবলী শহীদ দিবস উপলক্ষ্যে খালেক মাস্টার ডায়বেটিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হয়।
শুক্রবার (২৯ নভেম্বর) আলীরটেকে খালেক মাস্টার ডায়বেটিক হাসপাতালে দিনব্যাপী এ ক্যাম্পে দুই শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা দেয়া হয়।
হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. একে শফিউদ্দিন আহমেদ মিন্টু জানান, ৬০ জন রোগীকে ডায়বেটিক, ৭৫জন রোগীকে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা এবং শতাধিক রোগীর ডায়বেটিক নির্ণয় ও চিকিৎসাসেবা দেয়া হয়।

এর আগে সকালে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কানাইনগর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।