বক্তাবলীতে শহীদ পরিবারকে নগদ অর্থ দিল বক্তাবলী ওয়েলফেয়ার
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বক্তাবলী শহীদ দিবস উপলক্ষ্যে শুক্রবার (২৯ নভেম্বর) বক্তাবলি ওয়েলফেয়ার এস্য়োসিয়েশন এর উদ্যোগে দোয়া মুনাজাত, তবারক বিতরণ ও অসহায় শহিদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর আগে সকাল ৮ টায় শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পন করা হয়।
জালালউদ্দিন বারির সভাপতিত্বে ও মতিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি মুক্তিযুদ্ধা হত শহিদ পরিবার হারনুর রশিদ সরকার দুলাল, বিশেষ অতিথি সাধারন সম্পাদক নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাব দীন মোঃ দীলু, প্রধান বক্তা সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধা হত শহিদ পরিবার ইখতেখারুজ্জামান শাহিন, সার্বিক তত্ত্বাবধানে সাংগঠনিক সম্পাদক ওয়েল ফেয়ার এস্য়োসিয়েশন এর আহম্মদ আলী।
বক্তব্য দেন মুফতি মোহাম্মদ মেখতার হোসাইন, সহ সভাপতি এম এ মতিন, রাজিব হোসেন সাগর, ইশাত শাহিন, নজরুল ইসলাম মাস্টার, আতাউর রহমান ফকির, দেওয়ান আহম্মদ, আরিফুর রহমান, দেলোয়ার প্রধান, কবি এম আর সেলিম, মনির হোসেন, শাহাদাত হোসেন। সহোযোগিতায়, সালে আহমেদ, শফিকুল ইসলাম।
শহীদ পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন, দেলোয়ারা বেগম, মালা বেগম, নওশাদ মিয়া, আসিয়া বেগম। সবশেষে শহীদ পরিবারের এই চার জনকে আর্থিক অনুদান দেয়া হয়।
সকাল ১০ টায় লক্ষীনগর তারুমার্কেট ওয়েল ফেয়ার এস্য়োসিয়েশনের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।